Present Address
Permanent Address* Same As
👉 আবেদনের যোগ্যতা:
>> দাখিল, আলিম বোর্ড পরীক্ষা-২০১৮, ২০১৯ ও ২০২১ সালে জিপিএ ৫.০০ প্রাপ্ত। >> ফাযিল-২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও কামিল-২০১৭, ২০১৮, ২০১৯ (সিজিপিএ: ৪.৯০ ) প্রাপ্ত। >> অনার্স- ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ (সিজিপিএ: ৩.৯০) প্রাপ্ত। >> মাস্টার্স- ২০১৫, ২০১৬, ২০১৭ (জিপিএ: ৩.৯০) প্রাপ্ত। >> বর্হিবিশ্ব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্ররা আবেদন করতে পারবে। >> ইবতেদায়ী সমাপনী, জেডিসি, দাখিল, আলিম বোর্ড পরীক্ষা-২০১৮, ২০১৯, ২০২১ সালে বৃত্তিপ্রাপ্ত। >> ফাযিল-২০১৭, ২০১৮, ২০১৯ সালে বৃত্তিপ্রাপ্ত।
👉 ফরমপ্রাপ্তি ও জামাদান নির্দেশিকা:
>> রেজিস্ট্রেশন করার শেষ তারিখ: ২৫/১০/২০২২ >> অনুষ্ঠানের তারিখ: ১২/১১/২০২২ >> ইবতেদায়ী সমাপনী, জেডিসি ৬০০ টাকা >> দাখিল ৭০০ টাকা >> আলিম, ফাযিল, কামিল, অনার্স, মাস্টার্স ৮০০ টাকা।
👉 রেজিস্ট্রেশন ফি জমা দান নির্দেশিকা:
ক) নিম্নোক্ত দায়িত্বশীলদের কাছে সরাসরি বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে রেজিস্ট্রেশন ফি জমা দেয়া যাবে। >> বিকাশ, নগদ ও রকেট : ০১৯১৩-৬৩১৩২২ (Personal) জনাব মুহা. যুবায়ের আহমাদ (সহ.অর্থ সম্পাদক) >> বিকাশ, নগদ ও রকেট : ০১৮১৪-৪৯৪৪৯৬ (Personal) জনাব মুহা. তানভীর রহমান (মাদরাসা অফিস) রেজিস্ট্রেশন ফি পাঠানোর পর উক্ত নাম্বারে ফোন করে জানাতে হবে।
খ) ফরম সাবমিট দেয়ার পূর্বে ফরমের শেষে প্রেরণকারী মোবাইল নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে 👉 সার্বিক যোগাযোগ: জনাব মুহা. কাওছার হোসাইন (সভাপতি)-০১৭২০৩৩০৮০৬ জনাব মুহা. মোয়াজ্জেম হোসাইন (সহ-সভাপতি)- ০১৭২৩১৪৫৮৮৫ জনাব মুহা. ইবরাহীম খলিল (সাধারণ সম্পাদক)-০১৭৩৪৯৮১৮৪২ জনাব মুহা. মানসুর আহমদ (অর্থ সম্পাদক) -(০১৭৯৯৫৯৬৯৫৩) বি.দ্র: কৃতি ছাত্র সংবর্ধনা-২০২০ এ যারা রেজিস্ট্রেশন করেছে তাদের পুনরায় রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই।