Phone: +8801720-330806 Email: [email protected]
DSKM Prakton STD Association
Chairman Image

অধ্যক্ষ আ.খ.ম. আবুবকর সিদ্দীক

পৃষ্ঠপোষক

দেশ ও দীনের জন্য একদল সৎ, দক্ষ ও আল্লাহভীরু জনশক্তি তৈরির মহান উদ্দেশ্য নিয়ে পথচলা শুরু হয় আমাদের প্রিয় প্রতিষ্ঠান দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার। মহান আল্লাহর অসীম অনুগ্রহে শূন্য থেকে শুরু করে ধীরে ধীরে প্রতিষ্ঠানটি আজ অনেক বিজ্ঞজন, প্রাজ্ঞজন ও সাধারণ মানুষের দৃষ্টি কুঁড়াতে সক্ষম হয়েছে। এর-ই মধ্যে প্রতিষ্ঠান থেকে বের হয়েছে অনেক কৃতী শিক্ষার্থী আলহামদুলিল্লাহ। এরা এখন দেশের বড় বড় কর্মে ও সেবায় নিয়োজিত। দারুননাজাত শিক্ষার্থীদের এই কর্মোদ্যম ও কর্মপ্রচেষ্টাকে আরও বাড়িয়ে তুলতে একসাথে একপথে থাকার ও চলার বিকল্প নেই। আদর্শিক দৃঢ়তা এবং একই সাথে রুচি, চিন্তা ও যোগ্যতার বৈচিত্র্য নিয়েই দারুননাজাত তার শিক্ষার্থীদের এক সুতোয় গেঁথে রাখতে চায়। প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও অর্জন থেকে নতুনেরা খুঁজে পাবে নতুন আলোর দিশা, এ প্রত্যাশা করি মনের গভীর থেকে। কোনো শিক্ষার্থীই অ্যাকাডেমিক শিক্ষার্থী হিসেবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে চিরকাল অবস্থান করে না। সময়ের পরিক্রমায় বাস্তবতার প্রয়োজনে তাকে অন্যত্র যেতেই হয়। কিন্তু এ যাওয়া যেন শুধু শারীরিক প্রস্থান-ই হয়, হৃদয় যেন পড়ে থাকে শিক্ষাপ্রতিষ্ঠানে। একজন প্রকৃত শিক্ষার্থী সব সময় বিশ্বাস করে, ছাত্র-শিক্ষক সম্পর্ক হলো চিরকালের। এ সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে নিবিড় যোগাযোগ রাখার বিকল্প নেই। সেজন্যই দারুননাজাত প্রাক্তন ছাত্র এসোসিয়েশন। ছাত্র ও শিক্ষকের যৌথ ও সমন্বিত জ্ঞান, প্রজ্ঞা, যুক্তি, বিদ্যা, পরামর্শ, অভিজ্ঞতা ও সহযোগিতায় দারুননাজাত দেশ ও দীনের জন্য আরও কার্যকর ভূমিকা ও অবদান রাখবে- এটিই হোক দারুননাজাত প্রাক্তন ছাত্র এসোসিয়েশনের ঐকান্তিক প্রচেষ্টা। আল্লাহ দারুননাজাত প্রাক্তন ছাত্র এসোসিয়েশনকে আমাদের সকলের নাজাতের উসিলা হিসেবে কবুল করুন। আমীন।