Phone: +8801720-330806 Email: [email protected]
DSKM Prakton STD Association

দারুননাজাত প্রাক্তন ছাত্র এসোসিয়েশন

গঠনতন্ত্র (প্রস্তাবিত)

বিসমিল্লাহির রাহমানির রাহীম

প্রথম অধ্যায় : পরিচিতি

ধারা-০১

  • (ক). নাম: দারুননাজাত প্রাক্তন ছাত্র এসোসিয়েশন।
  • (খ). এ নাম যে কোনো ভাষায় এভাবেই লিখতে ও পড়তে হবে। কোনো প্রকার অনুবাদ বা ভাষান্তর করা যাবে না।
  • (গ). প্রতিষ্ঠার সন ঃ ২০০১ ঈসায়ী, মোতাবেক ১৪২১ হিজরি।
  • (ঘ). প্রতিষ্ঠাতা: অধ্যক্ষ আ.খ.ম. আবুবকর সিদ্দীক

ধারা-০২

  • (ক). কেন্দ্র: দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা, সারুলিয়া, ডেমরা, জেলা: ঢাকা
  • (খ). কর্মক্ষেত্র:
  • ১. সমগ্র বাংলাদেশ
  • ২. বিভিন্ন প্রতিষ্ঠানে অথবা বহির্বিশ্বে অবস্থানরত দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার ছাত্রদের সমন্বয়ে শাখা কমিটি করা যাবে।

দ্বিতীয় অধ্যায় : লক্ষ্য-উদ্দেশ্য

ধারা-০৩

দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার নীতি ও আদর্শের ভিত্তিতে প্রাক্তন ছাত্রদের মাঝে পারস্পরিক সদ্ভাব, সম্প্রীতি ও সুসম্পর্ক বজায় রেখে মাদরাসা এবং দেশ ও জাতির কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহ এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জন।

তৃতীয় অধ্যায় : পৃষ্ঠপোষক

ধারা-০৪

  • (ক). অত্র এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা মুহতারাম অধ্যক্ষ আ.খ.ম. আবুবকর সিদ্দীক পদাধিকার বলে আজীবন পৃষ্ঠপোষক থাকবেন।

চতুর্থ অধ্যায় : উপদেষ্টা পরিষদ

ধারা- ০৫

  • (ক). পাঁচ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ এ সংগঠন পরিচালনার নীতি নির্ধারণ, সুপারভিশন ও সার্বিক দিক নির্দেশনা প্রদান করবেন।
  • (খ). উপদেষ্টা পরিষদ পৃষ্ঠপোষক কর্তৃক গঠিত হবে।

পঞ্চম অধ্যায় : কার্যনির্বাহী পরিষদ

ধারা- ০৬

  • (ক). কার্যনির্বাহী পরিষদ হবে ১৯ সদস্যবিশিষ্ট। তন্মধ্যে ১জন সভাপতি, ১জন সহসভাপতি, ১ জন সাধারণ সম্পাদক, ১ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ১ জন কোষাধ্যক্ষ এবং বাকি সবাই সদস্য হিসেবে থাকবে।
  • (খ). কার্যনির্বাহী পরিষদ পৃষ্ঠপোষক কর্তৃক গঠিত হবে।

ধারা-০৭ : কমিটির মেয়াদকাল

  • (ক). কেন্দ্রীয় কমিটির মেয়াদকাল হবে ২ বছর।
  • (খ). শাখা কমিটির মেয়াদকাল হবে ২ বছর।
  • (গ). কেন্দ্রীয় কমিটি কর্তৃক শাখা কমিটি গঠিত হবে।
  • (ঘ). একই ব্যক্তি এক বা একাধিকবার একই বা ভিন্ন পদে মনোনীত হতে পারবে।

ষষ্ঠ অধ্যায় : কর্মসূচি

ধারা-০৮

  • (ক). প্রতি ২ বছর অন্তর সম্মেলনের আয়োজন করা।
  • (খ). মেধাবী ও অস্বচ্ছল ছাত্রদের সহযোগিতা প্রদান।
  • (গ). সামর্থ অনুসারে মাদরাসায় বার্ষিক অনুদান প্রদান।
  • (ঘ). মাদরাসার উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ।
  • (ঙ). প্রাক্তন ছাত্রদের মাঝে যোগাযোগের মাধ্যমে সম্পর্ক রক্ষার চেষ্টা।
  • (চ). প্রাক্তন ছাত্রদের মধ্যে কেউ কঠিন রোগে আক্রান্ত হলে এবং চিকিৎসার ব্যয়ভার বহনে অক্ষম হলে আবেদন সাপেক্ষে এসোসিয়েশনের ফান্ড থেকে সামর্থ অনুযায়ী সহযোগিতা করা।
  • (ছ). প্রাক্তন ছাত্রদের দেশ-বিদেশে উচ্চশিক্ষা অর্জনে উৎসাহদান এবং আবেদন সাপেক্ষে সহযোগিতা প্রদান।
  • (জ). বিভিন্ন বিষয়ে সভা-সেমিনারের আয়োজন করা।
  • (ঝ). অত্র প্রতিষ্ঠানের (কর্মরত অথবা প্রাক্তন) কোন শিক্ষক কঠিন রোগে আক্রান্ত হলে সাধ্যানুযায়ী সহযোগিতা করা।
  • (ঞ).দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসায় অধ্যয়নরত ছাত্রদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা।
  • (ট). অত্র প্রতিষ্ঠানের কোন ছাত্র বা শিক্ষক ইন্তিকাল করলে দুআর ব্যবস্থা করা।
  • (ঠ). জাতীয় বিভিন্ন দুর্যোগকালে সামর্থানুযায়ী সহযোগিতার চেষ্টা করা।
  • (ড). ফ্রি ব্লাড গ্রুপিং এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা।
  • (ঢ). কৃতি ছাত্র সংবর্ধনার আয়োজন করা।

সপ্তম অধ্যায়: তহবিল

ধারা-০৯

  • (ক). নির্ধারিত হারে সদস্যদের প্রদত্ত বার্ষিক অনুদান।
  • (খ). সদস্যদের প্রদত্ত এককালীন অনুদান।
  • (গ). সুধীজনদের প্রদত্ত এককালীন অনুদান।
  • (ঘ). সদস্য ফরম বাবদ আয়।
  • (ঙ). দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার সকল কেন্দ্রীয় পরীক্ষার্থী (ইবতেদায়ী সমাপনি, জে.ডি.সি, দাখিল, আলিম, ফাযিল (পাস), ফাযিল অনার্স ফাইনাল, কামিল শেষ পর্ব, মাস্টার্স) কে উপহার বিনিময়ের মাধ্যমে প্রাপ্ত নির্দিষ্ট পরিমাণ অনুদান।

অষ্টম অধ্যায়: তহবিল সংরক্ষণ

ধারা-১০

  • (ক). এসোসিয়েশনের সভাপতি ও সদস্য সচিবের নামে একটি যৌথ ব্যাংক একাউন্ট থাকবে।
  • (খ). তহবিলের সমুদয় অর্থ উক্ত একাউন্টে জমা থাকবে।

নবম অধ্যায়: আয়-ব্যয়

ধারা-১১

  • (ক). এসোসিয়েশনের সমস্ত আয় নির্দিষ্ট রশিদের মাধ্যমে আদায় করা হবে।
  • (খ). ভাউচারের মাধ্যমে ব্যয় করা হবে।

দশম অধ্যায়: কার্যনির্বাহী কমিটির দায়িত্ব

ধারা-১২

  • (ক). এসোসিয়েশনের সকল তথ্য সংরক্ষণ করা।
  • (খ). এসোসিয়েশনের সকল কর্মসূচি যথাসময়ে বাস্তবায়ন করা।

একাদশ অধ্যায়: নিরীক্ষা কমিটি

ধারা-১৩

  • (ক). তিন সদস্য বিশিষ্ট নিরীক্ষা কমিটি থাকবে।
  • (খ). পৃষ্ঠপোষক কর্তৃক নিরীক্ষা কমিটি গঠিত হবে।
  • (গ). প্রতি দ্বি-বার্ষিক সম্মেলনে উক্ত কমিটি পূর্ববর্তী ২ বছরের নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করবে।

দ্বাদশ অধ্যায়: সদস্য হওয়ার নিয়ম

ধারা-১৪

  • অত্র প্রতিষ্ঠানের যে কোনো ক্লাসে অধ্যয়ন করেছে এমন সকল ছাত্রই উক্ত এসোসিয়েশনের সদস্য হতে পারবে।

ত্রয়োদশ অধ্যায় : সংবিধান পরিবর্তন-পরিবর্ধন

ধারা-১৫:

  • পৃষ্ঠপোষক এবং কার্যনির্বাহী পরিষদের দুই তৃতীয়াংশ বা তার অধিক সদস্যের অনুমোদনক্রমে এসোসিয়েশনের কোন অধ্যায় বা ধারা বাতিল বা পরিবর্তন করা যাবে।