সভাপতির বাণী
দেশ বিদেশের স্বনামধন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানেই এলামনাই নামে একটি এসোসিয়েশন থাকে। যার মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বজায় থাকে এক অম্লান সম্পর্ক। এলামনাই বা প্রাক্তন ছাত্র এসোসিয়েশনের মাধ্যমে নানা সামাজিক ও কল্যাণমূলক কাজ হয়ে থাকে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে নাজাত কাননের এক যুগান্তকারী সংযোজন “দারুননাজাত প্রাক্তন ছাত্র এসোসিয়েশন”। এই এসোসিয়েশনের মাধ্যমে বর্তমান ও প্রাক্তন শিক্ষানবিশদের সাথে নাজাত কাননের ও আসাতিজায়ে কেরামের মধ্যে গড়ে উঠেছে এক নিবিড় স্বপ্নিল বন্ধন। মুহতারাম প্রিন্সিপ্যাল হুজুরের অমীয় বাণী ‘ছাত্র-শিক্ষক সম্পর্ক চিরকালের’ এর প্রতিফলন ও বাস্তবায়নের পথ ও গতিকে প্রাক্তন ছাত্র এসোসিয়েশন করেছে সমৃণ ও সুগম। দারুননাজাতের আদর্শ দেশ-বিদেশের বুকে ছড়িয়ে দিতে এ এসোসিয়েশন অবিরাম কাজ করে যাচ্ছে। প্রাক্তন সকল শিক্ষার্থীরা যেন এ আদর্শ আরো সহজে ধারন ও লালন করতে পারে সে জন্য দারুননাজাত প্রাক্তন ছাত্র এসোসিয়েশন নতুন পুরাতন সকল শিক্ষক শিক্ষার্থীদের মাঝে এক সেতু বন্ধন হিসেবে দ্যুতি ছড়িয়ে যাচ্ছে আপন মহিমায়। আধুনিকতার যুগে সব কিছু অনলাইন বেইসড। তাই দারুননাজাত প্রাক্তন ছাত্র এসোসিয়েশন সংক্রান্ত তথ্য ও সকল আপডেট সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে। নতুন পুরাতন সকল ছাত্র নিজেদের অভিমত ও পরামর্শ জানাতে পারবে অতি সহজেই। দারুননাজাত প্রাক্তন ছাত্র এসোসিশেন এর হাত ধরে নাজাত কাননে বাস্তবায়িত হোক হাজারো স্বপ্নের ফুলঝুড়ি। সেই ফুলের সুবাস ছড়িয়ে পড়ুক দিক দিগন্তে।